ইউনিকোড ফন্ট ছাড়া ফেসবুক, টুইটার সহ বিভিন্ন ওয়েব সাইটে বাংলা লেখা যায়না। ওয়েব এর দুনিয়ায় বাংলা লেখার জন্য আপনার অপারেটিং সিস্টেম এ বাংলা ফন্ট তথা ইউনিকোড ফন্ট ইন্সটল থাকতে হবে।
বাংলা লেখার জন্য প্রথমে ইউনিকোড ফন্ট ডাউনলোড করে নিতে হবে।
ফন্ট ডাউনলোড করার পর – > ফন্টগুলোকে কপি করে C:\ Drive -> Windows -> fonts ফোল্ডারের ভিতরে এ রাইট বাটনে ক্লিক করে Paste এ ক্লিক করতে হবে। বাস হয়ে গেল Windows 10 এ ইউনিকোড ফন্ট ইন্সটল।